ঢাকায় ফের ভূমিকম্প
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত:২২ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদির ভয়ানক ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার ভেতর ফের ভূমিকম্প আঘাত হানলো ঢাকায়। এবারে ভূমিকম্প অনুভূত হয়েছে গাজীপুরে।
গাজীপুরের বাইপাইলে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ৫.৭ মাত্রার এক ভূকম্পনের উৎপত্তি হয়। নরসিংদির ঘোড়াশালের মাধবদি এলাকা ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
সেই ভূমিকম্পের ২৪ ঘণ্টা পেরুতে না পেরুতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠলো গাজীপুর।
