তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়ক, চমক দেখালো বিসিবি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৮ নভেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়ক, চমক দেখালো বিসিবি
মেহেদী মিরাজ, নাজমুল শান্ত ও সাইফ হাসান (বাঁ দিক থেকে)।ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের তিন ফরম্যাটে নতুন সহ–অধিনায়কের দায়িত্ব বণ্টনের ঘোষণা দিয়েছে। টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—তিন সংস্করণেই নতুন করে দায়িত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ, নজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

এতে বলা হয়, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশ টেস্ট দলের সহ–অধিনায়ক করা হয়েছে। তিনি টেস্ট অধিনায়ক নজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার (১৯ নভেম্বর) থেকে হোম অব ক্রিকেট মিরপুরে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেই নতুন দায়িত্বে দেখা মিলবে মিরাজকে।

দেখার অপেক্ষা- এই ফরম্যাটে শান্ত-মিরাজের জুটি আরও কতটা সফলতা এনে দেয় দলকে।  

নাজমুল হোসেন শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকবেন বলে নিশ্চিত করেছে বিসিবি।

টেস্ট ফরম্যাটের বিষয়টা ঠিকঠাক থাকলেও বিসিবির চমকটা এসেছে ওয়ানডে ফরম্যাটে। সাদা বলের এই ফরম্যাটে উপরের দুজনের দায়িত্ব যেন অদলবদল হয়েছে। টেস্ট অধিনায়ক শান্ত এখানে হবেন সহ–অধিনায়ক।যথারীতি মেহেদী হাসান মিরাজই থাকছেন অধিনায়ক।

উল্লেখ্য, এ বছরের জুন মাসে মিরাজকে এক বছরের মেয়াদে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নিয়োগ দেয় বিসিবি।

ওয়ানডে অনেকটা অবাক করা বিষয় দেখা গেলেও টি–টোয়েন্টিতে মিলল প্রত্যাশিত এক চমক। রঙিন পোশাকের সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রত্যাশিতভাবেই দলের সহ–অধিনায়কের দায়িত্ব পেলেন দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার সাইফ হাসান।

সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজগুলোতে তার ধারাবাহিক ও চোখে পড়ার মতো পারফরম্যান্সই তাকে এই দায়িত্ব এনে দিয়েছে বলে জানিয়েছে বিসিবি। টেস্ট সিরিজের পরেই আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে নতুন দায়িত্বে দেখা যাবে এই ওপেনারকে।

এদিকে, যথারীতি লিটন কুমার দাসই নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি–টোয়েন্টি দলকে, ২০২৬ আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।