ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:১৬ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ আশেপাশের চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শরিফুল বলেন, ‘ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।’

এদিকে বেশ কিছুদিন ধরেই ঢাকার বিভিন্ন এলাকাতে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুষ্কৃতিকারীরা। ঢাকাসহ বিভিন্ন জেলাতে বাসে অগ্নসংযোগের ঘটনাও ঘটাচ্ছে দুর্বৃত্তরা।