রাজধানীতে অজ্ঞাতনামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার
বাংলা পোস্ট ডেস্ক
ছবি- সংগৃহীত
রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুইটি ড্রামে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে সন্দেহ হলে নীল রঙের ড্রামগুলো খুলে খণ্ডিত মরদেহটি দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান।
তিনি বলেন, জাতীয় ঈদগাহের সামনের রাস্তায় ২টি ড্রামেভর্তি অজ্ঞাতনামা এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলের দিকে একটি ভ্যান গাড়িতে করে ২টি ড্রাম রেখে যাওয়া হয়। পরে সন্ধ্যায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ড্রামগুলো খুলে টুকরো টুকরো করা একজন পুরুষের মরদেহ পাওয়া যায়।
