মুশফিকের যে রেকর্ড ভাঙলেন লিটন
বাংলাদেশের হয়ে উইকেট কিপিংয়ে নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। মুশফিকুর রহিমের রেকর্ড ভেঙে দেশের হয়ে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড স্থাপন করলেন এই উইকেটকিপার-ব্যাটার।
চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে স্টাম্পড করে মুশফিকুর রহিমের রেকর্ড স্পর্শ করেছিলেন লিটন। যা টেস্ট ক্রিকেটে লিটনের ছিল ১৫তম স্টাম্পিং।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশ ব্যাটার লোরকান টাকারকে ফেরান হাসান মুরাদ। তার বলে লিটন স্টাম্পড করে মুশফিককে ছাড়িয়ে যান। এরপর ১৭তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে স্টাম্পিং করেন এই উইকেটকিপার-ব্যাটার।
উল্লেখ্য, তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের পক্ষে স্টাম্পিংয়ের রেকর্ডটা (১০১) মুশফিকুর রহিমের। স্টাম্পিংয়ের রেকর্ডে সব মিলিয়ে তিনি আছেন চারে। তার ওপরে আছেন– ভারতের মহেন্দ্র সিং ধোনি (১৯৫) ও দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা (১৩৯) ও রমেশ কালুভিতারানা (১০১)।
এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দিন শেষে আইরিশদের সংগ্রহ ২৭০ রান।
