টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক সিলেট
প্রকাশিত:১১ নভেম্বর ২০২৫, ০৯:১১ এএম
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
টস করছেন দুই দলের অধিনায়ক। ছবি- বিসিবি

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামছে আয়ারল্যান্ড। এই টেস্টের মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।

সবশেষ ২০২৩ সালের এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে খেলতে নেমেছিল বাংলাদেশ। মিরপুরে সেই ম্যাচ চার দিনেই জিতেছিল বাংলাদেশ।  

এই ম্যাচের মধ্য দিয়ে লম্বা সময় পর সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। এর আগে সর্বশেষ টাইগাররা টেস্ট খেলেছিল চলতি বছরের জুনে। এরপর প্রায় পাঁচ মাসের বিরতির পর ফের টেস্ট খেলছে বাংলাদেশ।

আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ বাংলাদেশ সাজিয়েছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকক্যার্থি, ম্যাথু হাম্ফ্রেস, ক্রেইগ ইয়াং।