পাঁচ দফা দাবিতে দুপুরে সমাবেশ জামায়াতসহ ৮ দলের
গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পল্টনে সমাবেশ করবে যুগপৎ কর্মসূচী চালিয়ে আসা আট রাজনৈতিক দল। বেলা দুটায় হবে এই সমাবেশ।
দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।
আরও আসছে…
গেল ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি জমা দিয়েছিলেন ৮ দলের প্রতিনিধিরা। কিন্তু সে বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় এই কর্মসূচীর ডাক দেয়া হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আট দলের হয়ে জানানো হয়েছে, ১১ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের’ দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
আট দলের দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
