আরেক হত্যা মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ০২:৪০ পিএম
আরেক হত্যা মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার
ছবি : সংগৃহীত

যাত্রাবাড়ি থানায় দায়ের করা আবু বকর রিফাত হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আন্দোলনে অংশ নেন আবু বকর রিফাত। ওই দিন দুপুরের দিকে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় চলতি বছরের ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আওলাদ হোসেন।

সেই প্রেক্ষিতে গত ২৬ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক জুয়েল রানা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য বুধবার (৫ নভেম্বর) ধার্য করেন।

এর আগে গত ৩০ অক্টোবর জুলাই আন্দোলনের সময় সিএমএম কোর্ট এলাকায় আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল নজরুল ইসলামকে।

উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।