‘কার্তোয়া’ দেয়াল ভেঙে লিভারপুলের রিয়াল বধ

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
‘কার্তোয়া’ দেয়াল ভেঙে লিভারপুলের রিয়াল বধ
ছবি : সংগৃহীত

গেল সপ্তাহেই বার্সেলোনাকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে সেই রিয়ালই যেন নিজেকে হারিয়ে খুজেছে লিভারপুলের বিপক্ষে। দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে পাত্তাই পায় নি অল রেডদের বিপক্ষে। ফলাফল ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের ডি বক্সে রীতিমতো আক্রমণের ঝড়ই তুলেছিল লিভারপুল। কিন্তু প্রতিবারই অল রেডদের আক্রমণের সামনে দুর্ভেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে পড়েছিল থিবো কার্তোয়া। খেলাটা এক পর্যায়ে মনেই হয়েছিল ম্যাচটি হচ্ছে যেন থিবো বনাম লিভারপুল।

মূহুর্মূহ আক্রমণ ঠেকিয়েও শেষ রক্ষা আর হয় নি। ৬১ তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গোলে ১-০ গোলের পরাজয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।

ম্যাচের শুরু থেকে আক্রমণ চালিয়েও কার্যকর কিছু করতে পারেনি রিয়াল। উল্টো ২৭তম মিনিটে প্রায় গোল খেতে বসেছিল তারা। পাল্টা আক্রমণের সুযোগ পেয়ে যায় লিভারপুল, যদিও কোর্তোয়ার দেয়াল ভাঙা যায়নি।

৩০ মিনিটে সোবোসলাইয়ের শট অঁরেলিয়ে চুয়ামেনির হাতের লাগে। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজালে পেনাল্টির দাবি তোলে লিভারপুল। তবে ভিএআর দেখে সেটি নাকচ করে দেয় রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। যদিও বরাবরের মতো কার্তোয়াকে অপ্রতিরোধ্যই মনে হচ্ছিল। ৬১তম মিনিটে এসে অবশেষে কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারে লিভারপুল। ফ্রি কিক পেয়ে ডি-বক্সে দারুণ এক ক্রস বাড়ান সোবোসলাই। হেড থেকে ডেডলক ভেঙে অ্যানফিল্ডকে উচ্ছ্বাসে ভাসান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।

পুরো ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য দেখায় লিভারপুল। গোলের জন্য ১৭টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৯টি। আর নিজেদের খুঁজে ফেরা রেয়ালের আট শটের কেবল দুটিই লক্ষ্যে ছিল।

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ।