বায়ুদূষণে শীর্ষে কলকাতা, উন্নতি ঢাকার

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ০২:১০ পিএম
বায়ুদূষণে শীর্ষে কলকাতা, উন্নতি ঢাকার
ফাইল ছবি

দীর্ঘদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষ অবস্থানগুলোতে থাকা মেগাসিটি ঢাকার বায়ুমানের সাম্প্রতিক উন্নতি দেখা দিয়েছে। গত কয়েকদিনের মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির প্রভাবে রাজধানীর বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে এসেছে।

বুধবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir) এর তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার একিউআই (AQI) স্কোর ছিল ১১২। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা এখন ১৬তম অবস্থানে রয়েছে। বায়ুমানের এই স্কোর দূষণের দিক থেকে 'মাঝারি' (Moderate) হিসেবে বিবেচিত।

বায়ুমান সূচক (AQI) অনুযায়ী, ঢাকার বর্তমান স্কোর (১১২) যদিও 'মাঝারি' শ্রেণিতে রয়েছে, তবুও এটি সংবেদনশীল গোষ্ঠীর (যেমন: শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগী) জন্য অস্বাস্থ্যকর বিবেচিত। বায়ুদূষণের স্কোর অনুযায়ী স্বাস্থ্যঝুঁকির মাত্রা নিম্নরূপ:

০ - ৫০: ভালো (Good)

৫১ - ১০০: মাঝারি (Moderate)

১০১ - ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর (Unhealthy for Sensitive Groups)

১৫১ - ২০০: অস্বাস্থ্যকর (Unhealthy)

২০১ - ৩০০: খুব অস্বাস্থ্যকর (Very Unhealthy) - এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

৩০১ - ৪০০: ঝুঁকিপূর্ণ (Hazardous) - এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী বায়ু দূষণে শীর্ষ শহরগুলো হলো: 

কলকাতা (ভারত): ২৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে, যা 'খুব অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।

দুবাই (সংযুক্ত আরব আমিরাত): ২১৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

দিল্লি (ভারত): ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

বেইজিং (চীন): ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

কায়রো (মিসর): ১৮১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বায়ুমান পর্যবেক্ষণকারীরা মনে করছেন, প্রাকৃতিক কারণে ঢাকার বায়ুমানের সাময়িক উন্নতি হলেও, দূষণ কমাতে দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য।