আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:০৫ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন
ছবি : সংগৃহীত

মহাকাশপ্রেমীদের জন্য আজ এক বিশেষ দিন। বুধবার (৫ নভেম্বর) রাতে আকাশজুড়ে দেখা যাবে চলতি বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন (Supermoon)। এটি ২০২৫ সালের পরপর তিনটি সুপারমুনের সিরিজের মধ্যে এটি দ্বিতীয়।

আজ চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩ লাখ ৫৭ হাজার কিলোমিটার দূরত্বে থাকবে। এই দূরত্বটিই এটিকে ২০২৫ সালের সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ হিসাবে চিহ্নিত করেছে। এই নিকটবর্তী অবস্থানের কারণে চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ পর্যন্ত উজ্জ্বল দেখাবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সূর্যাস্তের ঠিক পরে।

যখন চাঁদটি পূর্ব আকাশে দিগন্তের কাছাকাছি উঠবে। দিগন্তের কাছাকাছি থাকার সময় পৃথিবীর স্থাপনা বা গাছপালার সাপেক্ষে চাঁদকে আরও বিশাল মনে হয়, যা এক অপটিক্যাল ইল্যুশন তৈরি করে।

আকার অপরিবর্তিত: চাঁদ দিগন্ত থেকে যত উপরে উঠবে, তত এটি ছোট মনে হতে পারে। তবে মনে রাখতে হবে, এই সময় চাঁদের আকার এবং প্রকৃত উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে। এই পরিবর্তন কেবল আমাদের চোখের দেখার ধরনের জন্যই মনে হয়।

এই সুপারমুন শুধু একটি দর্শনীয় দৃশ্যই নয়, এটি পৃথিবীর চাঁদকে গভীরভাবে বোঝার এক সুযোগও বটে। আকাশ পরিষ্কার থাকলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই এই বিরল মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করা যেতে পারে