ব্যাটে নেই রান, তবুও জাকেরের ওপরই আস্থা অধিনায়কের
সাম্প্রতিক সময়ে ব্যাটে-বলে একদমই সময়টা ভালো যাচ্ছে না জাকের আলি অনিকের। বিশেষ করে সর্বশেষ এশিয়া কাপের পর থেকে এই ডানহাতি ব্যাটার যেন রান খুঁজেই পাচ্ছেন না। ক্যারিয়ারের শুরুতে তার ব্যাটে যে আগ্রাসী মেজাজ দেখা যেত, বর্তমানে তা অনুপস্থিত। পুরোনো সমস্যাগুলোও ফিরে আসছে—অফ-স্টাম্পের বাইরের বল টেনে লেগে খেলতে গিয়ে বারবার উইকেট বিলিয়ে দিয়ে আসছেন প্রতিপক্ষকে।
একাদশ থেকে বাদ পড়ে ফিরে এসেও সেই একই চিত্র। গতকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হেরে বাংলাদেশ যখন হোয়াইটওয়াশ হলো, সেই ম্যাচেও জাকের তিন বলে মাত্র পাঁচ রান করেই ফিরে যান। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে শেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র একবারই তিনি ৩০ রানের গণ্ডি পেরিয়েছেন। এর মধ্যে পাঁচ ম্যাচে তাকে আউট হতে হয়েছে এক অঙ্কের ঘরে।
তবে সতীর্থের এই অফ ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। তার ওপর রাখছেন লিটন অগাধ আস্থাও।
জাকেরের ফর্মহীনতা নিয়ে লিটন বলেন, “ফর্মে ফিরে আসার একটাই উপায়—সাহস রাখা, দুশ্চিন্তা না করা। বেশি দুশ্চিন্তা করলে নেতিবাচক চিন্তা বাড়বে। যদি সে ইতিবাচক থাকে, তবে তা তার জন্য খুবই ভালো।”
জাকেরের পাশাপাশি দলের অন্য খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স নিয়েও লিটন নিজেদের অবস্থান স্পষ্ট করেন। তিনি মনে করেন, যারা দলে খেলছে তারা সবাই পরীক্ষিত ক্রিকেটার।
লিটন বলেন, “২-১টা সিরিজ এমন হতেই পারে। একজন খেলোয়াড়ের ৫-৬টা ম্যাচ খারাপ যাওয়া মানেই সে খারাপ খেলোয়াড় নয়।”
খেলোয়াড় পরিবর্তনে বিশ্বাসী নন লিটন। তিনি মনে করেন যারা অনেক দিন ধরে খেলছে তাদের ওপর আস্থা রাখা উচিত।
এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রত্যেকেই জানে তাদের কোথায় উন্নতি দরকার। বারবার খেলোয়াড় পরিবর্তন করলে ফলাফল একই থাকবে। যারা অনেকদিন ধরে খেলছে, তাদের নিয়েই আরেকটু এগোলে ভালো ফল আসার সম্ভাবনা বেশি।”
