চাকরি হারালেন গামিনি
এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে পিচ কিউরেটর হিসেবে কাজ করা গামিনি ডি সিলভারের মেয়াদ শেষ হলো। সাবেক এই লঙ্কান ক্রিকেটারকে নিয়ে বিতর্ক এবং সমালোচনা কম হয়নি, বিশেষত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটর থাকাকালীন। তাঁর কিউরেটরশিপ নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সমালোচনার মুখে পড়েছিল।
মিরপুর থেকে গামিনিকে প্রথমে রাজশাহীতে বদলি করা হয়েছিল, কিন্তু সেখানেও তিনি বেশিদিন থাকতে পারলেন না। সম্প্রতি বিসিবি গামিনি ডি সিলভারের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, আগামীকাল (২ নভেম্বর) তিনি তাঁর চুক্তির বাতিলের কাগজপত্র হাতে পাবেন।
বিসিবির একজন কর্মকর্তা বাংলাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গামিনিকে আমরা আর রাখছি না। ওর চুক্তির এখনও ছয় মাস বাকি আছে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে অব্যাহতি দেয়ার। দুই মাসের নোটিশ পিরিয়ডে ওকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমারা।’
চাকরি হারালেও দুই মাসের বেতন দিয়ে গামিনিকে বিদায় করছে বিসিবি।
দীর্ঘদিন ধরে মিরপুরের স্লো ও স্পিন সহায়ক উইকেট নিয়ে দেশের ক্রীড়াঙ্গনে বিতর্ক ছিল, যার ফলে দেশের ক্রিকেটের ক্ষতি হচ্ছে বলে মনে করা হচ্ছিল। তবে এই দায় থেকে বিসিবি কতটা মুক্ত, সেই প্রশ্নও উঠেছে। গামিনির পর দায়িত্ব নেওয়া পিচ বিশেষজ্ঞ টমি হেমিংয়ের অধীনেও সম্প্রতি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্লো এবং স্পিননির্ভর উইকেটে ওয়ানডে সিরিজ খেলেছে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে গামিনি বিসিবির পিচ কিউরেটর হিসেবে কাজ শুরু করেন। কয়েক মাস আগে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিম্নমানের উইকেট তৈরি করে তিনি ব্যাপক সমালোচিত হন। সে সময় পাকিস্তানের কোচ ও অধিনায়করা সংবাদ সম্মেলনে সরাসরি উইকেটের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপরই বিসিবি নড়েচড়ে বসে এবং দীর্ঘ ১৫ বছর পর গামিনিকে মিরপুরের দায়িত্ব থেকে সরিয়ে রাজশাহীতে পাঠায়।
এরই মধ্যে, গত আগস্ট মাসে অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে আনা হয়েছে। এর আগে সিলেটে কিউরেটরের কাজ করে তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। নতুন দায়িত্বে এসে হেমিং বর্তমানে মিরপুরে কাজ করছেন। ‘হোম অফ ক্রিকেট’-এর উইকেটগুলোর সম্পূর্ণ তত্ত্বাবধান করা এবং এ বিষয়ে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পেয়েছেন এই অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ।
