ঘরের মাঠে উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
 
                                 
                                                                    ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। এবার সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে ৫ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন তানজিদ তামিম। জবাবে ১৬ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। প্রথম ৬ ওভারে শুধু ওপেনার পারভেজ ইমনের (৯) উইকেট খুইয়ে ৪০ রান তুলেছিল বাংলাদেশ। তবে পরের ব্যাটারদের মধ্যে শুধু সাইফ হাসানই দুই অঙ্কের দেখা পেয়েছেন।
তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে তার ৪৩ বলে ৬৩ রানের জুটি ছাড়া আর উল্লেখযোগ্য কোনো জুটি নেই। ৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের এক ইনিংসে শেষ ওভার পর্যন্ত বাংলাদেশের ভেলা ভাসিয়ে রাখেন তানজিদ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। এ ছাড়া জেসন হোল্ডার ও খারি পিয়েরের ঝুলিতে যায় দুটি উইকেট।
জবাব ব্যাট করতে নেমে দুই মিডল অর্ডার ব্যাটার রস্টন চেজ এবং অ্যাকিম অগাস্টের জোড়া ফিফটিতে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে তারা ৫০ রানে সাজঘরের পথ ধরেছেন রিশাদ হোসেনের বলে।
বাংলাদেশের হয়ে ৪৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করা রিশাদই বল হাতে সবচেয়ে সফল ছিলেন।
এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারায় টাইগররা।
