উইন্ডিজকে ১৫২ রানের টার্গেট দিল বাংলাদেশ
 
                                 
                                                                    
হোয়াইওয়াশ বাঁচানোর এড়ানোর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে এর মধ্যেই সিরিজ খুইয়েছে টাইগাররা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫১ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন তানজিদ তামিম।
প্রথম ৬ ওভারে শুধু ওপেনার পারভেজ ইমনের (৯) উইকেট খুইয়ে ৪০ রান তুলেছিল বাংলাদেশ। তবে পরের ব্যাটারদের মধ্যে শুধু সাইফ হাসানই দুই অঙ্কের দেখা পেয়েছেন।
তৃতীয় উইকেটে তানজিদের সঙ্গে তার ৪৩ বলে ৬৩ রানের জুটি বাদ দিলে আর উল্লেখযোগ্য কোনো জুটি নেই। ৬২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৯ রানের এক ইনিংসে শেষ ওভার পর্যন্ত বাংলাদেশের ভেলা ভাসিয়ে রাখেন তানজিদ।
ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। জেসন হোল্ডার ও খারি পিয়েরের ঝুলিতে যায় দুটি উইকেট।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
আমির জাঙ্গু, আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, আকিম অগাস্টে, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড।
