বাতিল হচ্ছে আফগানিস্তান-মিয়ানমারের বাংলাদেশ সফর

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম
বাতিল হচ্ছে আফগানিস্তান-মিয়ানমারের বাংলাদেশ সফর
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ আয়োজন করা হলো না বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাইয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজনের কথা ছিল বাংলাদেশের। 

একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশেরও। কিন্তু সেই ম্যাচ দুটি শেষ পর্যন্ত হচ্ছে না।

বাংলাদেশে এসে ম্যাচ খেলতে মিয়ানমার আপত্তি জানানোয় আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটি বাতিল হয়ে গেছে। এই সময়ে জামাল-হামজাদের সঙ্গেও ফিফার প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আফগানদের। কিন্তু বাংলাদেশ সফর বাতিল করেছে তারা।

আফগানিস্তান না এলেও অবশ্য নভেম্বরের ফিফা উইন্ডোতে ঠিকই ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি ঢাকায় হওয়ার কথা ছিল। তার আগে ১৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমারের আপত্তির প্রেক্ষিতে আফগানিস্তান ও এশিয়ান ফুটবল কনফেডারেশন এখন ভিন্ন ভেন্যুর সন্ধানে। মিয়ানমার কিছু কারণ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলতে চায়নি বলে জানা গেছে।

আফগানিস্তান না আসায় ১৩ তারিখ নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলেই ভারতের বিপক্ষে ইন্ডিয়ার প্রস্তুতি সারবে জামাল-হামজারা। আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে ইন্ডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে শিলংয়ে প্রথম লেগে গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছিল ম্যাচ।