ফাঁস হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি!
৭ মাসেরও বেশি সময় থাকলেও ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চর্চা চলছে এখন থেকেই। এর মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের জন্য আরও চকমপ্রদ খবর নিয়ে হাজির হলো স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হোম জার্সির ডিজাইন ফাঁস করেছে ফুটি হেডলাইনস। যারা কি না, ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার জার্সির ডিজাইন ফাঁস করেছিল। এবং সেটি মিলেও গিয়েছিল।
আর্জেন্টিনার জার্সি মানে আকাশি আর সাদা রঙের মিশেল। ফুটি হেডলাইনস আসন্ন বিশ্বকাপের যে জার্সির নকশা ফাঁস করেছে, তাতেও রয়েছে সে চিরাচরিত ঐতিহ্য। তবে এবারের জার্সির নকশায় থাকছে ভিন্নতা।
ফুটি হেডলাইনসের বরাত দিয়ে মার্কা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, আর্জেন্টিনার আসন্ন বিশ্বকাপের হোম কিট ফাঁস হয়েছে। নতুন নকশায় জার্সির ক্লাসিক নীল ডোরাকাটার উপর গ্রেডিয়েন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। সহজ কথায়, নীল রঙের মোটা স্ট্রাইপের মাঝে হালকা রঙের মিশ্রণ থাকবে। কাঁধের দিকে থাকবে তিনটি কালো ছোট সমান্তরাল স্ট্রাইপ। আরও আকর্ষণীয় বিষয় হলো, শর্টস এবং মোজা থাকবে নেভি ব্লু রঙের। গত বিশ্বকাপে সাদা ও কালো রঙের শর্টসের সঙ্গে সাদা মোজা পরে খেলেছিল আলবিসেলেস্তেরা। আর স্বাভাবিকভাবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে থাকছে তিনটি স্টার।
আর্জেন্টিনার জার্সি তৈরির কাজটি করে থাকবে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। তাদের পক্ষ থেকে এখনো জার্সির বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
আগামী ১১ জুন পর্দা উঠবে ২৩তম ফিফা বিশ্বকাপের। কনমেবল অঞ্চল থেকে যেখানে ইতোমধ্যে আসরের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
