পাকিস্তানকে ১৩৫ রানে থামিয়েছে বাংলাদেশ


দুবাইয়ে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে দারুণ প্রদর্শনী করেছে বাংলাদেশ। ৮ উইকেট তুলে তাদের ১৩৫ রানে থামিয়েছে লাল-সবুজরা।
ছক্কা মারার পরের বলেই নওয়াজকে ফেরালেন তাসকিন
আগের ওভারে হারিসকে ফিরিয়ে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন মেহেদী। পরের ওভারে আরেক সেট ব্যাটার নওয়াজকে তালুবন্দি করিয়েছেন তাসকিন। ১৫ বলে ২৫ রান করা নওয়াজ পারভেজের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন। তাতে ১২০ রানে অষ্টম উইকেট হারায় তারা।
নওয়াজ-হারিসের ৩৮ রানের জুটি ভাঙলেন মেহেদী
৭১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। সেখান থেকে দলের দ্রুত গতির ব্যাটিংয়ে একশ ছাড়ান হারিস ও নওয়াজ। ৩৮ রানের সেই জুটি ভেঙেছেন মেহেদী হাসান। সেট ব্যাটার হারিসকে ৩১ রানে ফিরিয়েছেন এই অফস্পিনার। তার ইনিংসে ছিল ২টি চার ও ১টি ছয়। পাকিস্তান ১০৯ রানে হারায় সপ্তম উইকেট।
তাসকিনের আঘাতে অবশেষে ফিরলেন শাহীন
চাপের মুহূর্তে প্রমোশন পেয়ে নেমেছিলেন শাহীন আফ্রিদি। লক্ষ্য স্কোরবোর্ড সচল করা। দুটি ছক্কায় সেই চেষ্টাও করেন তিনি। অবশ্য সেজন্য বাংলাদেশের ফিল্ডিংয়ের দায়ও আছে। দু’বার জীবন পেয়েছেন। শেষ পর্যন্ত ১৩.৩ ওভারে তাকে ক্যাচ আউট করেছেন তাসকিন। তাতে ১৩ বলে ২ ছক্কায় ১৯ রানে ফেরেন শাহীন আফ্রিদি। পাকিস্তান ৭১ রানে হারায় ষষ্ঠ উইকেট।
মোস্তাফিজের শিকার সালমান, পাকিস্তানের নেই ৫ উইকেট
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুকঁছে পাকিস্তান। অধিনায়ক সালমান কিছুক্ষণ দাঁড়ানোর চেষ্টা করলেও তাকে ১৯ রানে থামিয়েছেন মোস্তাফিজ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন পাকিস্তান অধিনায়ক। শুরুতে অনফিল্ড আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেওয়াতে মিলেছে সাফল্য। তাতে ৪৯ রানে পাকিস্তান হারিয়েছে ৫ উইকেট।
রিশাদের আঘাতে ৩৩ রানে ৪ উইকেট নেই পাকিস্তানের
রিশাদের দ্বিতীয় শিকারে আরও বিপদে পাকিস্তান। নবম ওভারে প্রথম বলেই নতুন ব্যাটার হুসেইন তালাতকে (৩) তালুবন্দি করিয়েছেন তিনি। তাতে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে মহাবিপদে তারা।
পাওয়ার প্লের পর রিশাদের আঘাতে ফিরলেন ফখর
শুরুতেই পাকিস্তানকে বিপদে ফেলে বাংলাদেশ। দুই ওভারে তুলে নেয় দুই উইকেট। তাতে চাপে পড়ায় পাওয়ার প্লেতে রানের গতিও যায় কমে। ৬ ওভারে তুলতে পারে ২৭ রান। ফখর জামান ও অধিনায়ক সালমান আলী মিলে ২৪ রান যোগ করলেও সপ্তম ওভারে রিশাদ এসে ফখরকে (১৩) রিশাদের তালুবন্দি করিয়েছেন। তাতে ২৯ রানে পড়ে তৃতীয় উইকেট।
দ্বিতীয় ওভারে মেহেদীর শিকার সাইম
পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই তাদের বিপদে ফেলেছে বাংলাদেশ। পর পর দুই ওভারে তুলে নিয়েছেন দুই উইকেট। তাসকিনের পর দ্বিতীয় ওভারে আঘাত হানেন মেহেদী হাসান। নতুন ব্যাটার সাইম আইয়ুবকে বিদায় দেন রানের খাতা খুলবার আগেই। রিশাদকে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইম।
শুরুতেই তাসকিনের আঘাত
তাসকিনের প্রথম ওভারে তৃতীয় বলে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন শাহেবজাদা ফারহান। পরের বলেই আবার মেরে খেলতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন পাকিস্তানি ওপেনার। এই উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে শততম উইকেটের মালিক হন তাসকিন।
টস জিতেছে বাংলাদেশ, আজও নেই লিটন
এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা কার্যত অঘোষিত সেমিফাইনাল। যে জিতবে তারাই কাটবে ফাইনালের টিকিট। শুরুতে টস ভাগ্যও বাংলাদেশের সহায় হয়েছে। শুরুতে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ।
আজকেও নিয়মিত অধিনায়ক লিটন দাস অনুপস্থিত। পুরোপুরি ফিট হননি বলেই একাদশে জায়গা হয়নি তার। আজও ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। পাকিস্তান অধিনায়ক বলেছেন, তিনি অবশ্য শুরুতে ব্যাটিং নিতেন।
একাদশে কারা
একাদশে আজকেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন গতকাল খেলা সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তানজিদ হাসান। ফিরেছেন শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: শাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।