টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
ছবি : সংগৃহীত

এশিয়া কাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। ফাইনালে যেতে হলে আজ জিততে হবে। সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অনেকটা এগিয়ে রয়েছে লিটন দাসের দল। আজ সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারতের মুখোমুখি টাইগাররা। বাংলাদেশ কী পারবে সবচেয়ে বড় বাধাটি অতিক্রম করে ফাইনালের স্বপ্ন ধরে রাখতে?

সে লক্ষ্যে শুরুটা অন্তত আশাব্যঞ্জক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। ভারতকে পাঠালো ব্যাট করার জন্য।

প্রতিবারের মতো এবারও ভারত টুর্নামেন্টের সবচেয়ে ফেবারিট। তাদের সামনে দাঁড়ানোর মতো এখন পর্যন্ত কোনো দল দেখা যাচ্ছে না। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুবার হারিয়েছে তারা। গ্রুপ পর্বে ওমান-আরব আমিরাতের মতো দলগুলো তো তাদের সামনে দাঁড়াতেই পারার কথা নয়। পারেওনি।