সহকারী হিসেবে কাকাকে চান আনচেলত্তি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ মে ২০২৫, ১২:২২ পিএম
সহকারী হিসেবে কাকাকে চান আনচেলত্তি
ছবি : সংগৃহীত

গত সোমবার (১২ মে) ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। কোচ হওয়ার পরই মাদ্রিদে বসেই নিজের দল গোছানো শুরু করে দিয়েছেন ইতালিয়ান এই কোচ। জানা গেছে, নিজের সহকারী হিসেবে ব্রাজিলের সাবেক তারকা কাকাকে চান আনচেলত্তি।

আগামী ২৬ মে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তার দশ দিন পরই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ফলে দল গোছানোর সময় তেমন পাবেন না আনচেলত্তি। ফলে মাদ্রিদে বসেই ব্রাজিলের দল গোছানো শুরু করে দিয়েছেন ইতালিয়ান এই কোচ।

ইএসপিএন ব্রাজিল মঙ্গলবার (১৩ মে) জানিয়েছেন, নিজের সহকারী হিসেবে ব্রাজিলের সাবেক ফুটবলার কাকাকে চান আনচেলত্তি। এরই মধ্যে তাকে ফোনও করেছেন বলে জানা গেছে।

আনচেলত্তির সঙ্গে কাকার সম্পর্কটা বেশ ভালো। এসি মিলানে আনচেলত্তির কোচিংয়ে খেলেছেন কাকা। সাবেক শিষ্যকে এবার সহকারী হিসাবে চান আনচেলত্তি। এছাড়া ক্যাসোমিরোকেও ব্রাজিল দলে ফিরিয়ে আনতে চান তিনি।

ব্রাজিল তাদের পাঁচ বিশ্বকাপের শেষটি জিতেছে ২০০২ সালে। সেই দলের অন্যতম সদস্য কাকাকে কোচিং স্টাফে পেলে ব্রাজিলের ফুটবল সংস্কৃতি বুঝতে সুবিধা হবে আনচেলত্তির। রিয়ালে তার মূল সহকারী ছিলেন ছেলে দাভিদ আনচেলত্তি। শোনা যাচ্ছে, আগামী মৌসুমে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রধান কোচ হতে পারেন দাভিদ। সেটা হলে কাকাকেই হয়তো মূল সহকারীর দায়িত্ব দেবেন আনচেলত্তি।