মোস্তাফিজের আইপিএল খেলায় বিসিবির শর্ত, সাকিবের বেলায় আপত্তি নেই


পাক-ভারত সংঘাতে হঠাৎ সুযোগ এসেছে মোস্তাফিজুর রহমানের সামনে। বাংলাদেশের এই বাঁহাতি পেসার সংযুক্ত আরব আমিরাতের সিরিজ খেলতে দেশ ছাড়ার ঠিক আগে আগে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। অজি তারকা জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ভারতে ফিরতে অপারগতা প্রকাশ করায় মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য ৬ কোটি রুপির বিনিময়ে মোস্তাফিজকে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এদিকে, পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে।
আকস্মিকভাবে সুযোগ এলেও মোস্তাফিজের আইপিএলে খেলা হবে কি-না তা নিয়ে সন্দেহ আছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন এই বাঁহাতি পেসার। সিরিজ খেলতে গতকালই দলের সঙ্গে দুবাইয়ে গেছেন তিনি। দিল্লির হয়ে তার আইপিএলে খেলা নির্ভর করছে বিসিবির অনাপত্তি পত্র (এনওসি) পাওয়া-না পাওয়ার ওপর। দেশের একটি জাতীয় দৈনিক জানিয়েছে, দুবাইয়ে পা রেখেই বিসিবির কাছে অনাপত্তি পত্র চেয়েছেন মোস্তাফিজ। এখন সবকিছু বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তবে মোস্তাফিজকে যারা আইপিএলে দেখতে মুখিয়ে আছেন, তাদের জন্য দুঃসংবাদই দিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতেই হবে মোস্তাফিজকে। এরপর চাইলে আইপিএলের জন্য তাকে এনওসি দিতে আপত্তি নেই বোর্ডের।
একই সঙ্গে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের হয়ে খেলার ব্যাপারেও কথা বলেছেন তিনি। জানিয়েছেন, সাকিব বোর্ডের কাছে এনওসি চাইলে দিতে আপত্তি নেই। সাকিব এরই মধ্যে এনওসি চেয়ে বোর্ডে ই-মেইল করেছেন বলেও জানিয়েছে দেশের একটি গণমাধ্যম।
আগামী শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। একই দিনে থেকে ফের মাঠে গড়াবে আইপিএল। এরপর সোমবার (১৯ মে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অন্যদিকে নতুন করে ফের খেলা মাঠে ফেরার পর দিল্লি প্রথম ম্যাচ খেলবে ১৮ তারিখ। অর্থাৎ অনুমতি মিললেও দিল্লির প্রথম ম্যাচটি খেলার সুযোগ পাবেন না মোস্তাফিজ। সে ক্ষেত্রে ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল প্রত্যাবর্তন হতে পারে এই বাঁহাতির।