রাজধানীর যেসব স্থানে নিষিদ্ধ হলো সভা-সমাবেশ

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ মে ২০২৫, ১১:৪২ পিএম

রাজধানীর কয়েকটি স্থানে সকল প্রকার সভা-সমাবেশে নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাম্প্রতিক সময়ে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।