আইপিএলে দল পাওয়ার পর আরব আমিরাতে খেলতে গেলেন মোস্তাফিজ


খবরটা একটু আগেই এসেছে, স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের জন্য মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। পাকিস্তান-ভারত যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় ১৭ মে থেকে ফের শুরু হবে আইপিএল।
দিল্লি ক্যাপিটালস নিজেদের ম্যাচ খেলবে ১৮ মে, গুজরাট টাইটান্সের বিপক্ষে, কিন্তু মোস্তাফিজের হয়তো খেলা হবে না। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ১৭ মে থেকে, দ্বিতীয়টি ১৯ মে। এই সিরিজকে সামনে রেখে টাইগার পেসার আজ সন্ধ্যা ৭টায় দেশ ছেড়েছেন। মোস্তাফিজ সঙ্গী হয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও তাওহীদ হৃদয়ের। আছেন কোচিং স্টাফের দুজন সদস্যও। সকালে দেশ ছেড়েছে ১৭ সদস্যের একটি বহর।
আরব আমিরাত সফর শেষ করে বাংলাদেশ দলের যাওয়ার কথা পাকিস্তানে, সেখানে স্বাগতিকদের সঙ্গে খেলবে ৫ ম্যাচের একটি টি-২০ সিরিজ। অর্থাৎ মোস্তাফিজের হয়তো আইপিএলে খেলা হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জানিয়েছে, দিল্লি মোস্তাফিজকে দলে নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।
বাংলাদেশের ফাস্ট বোলারকে দিল্লি ৬ কোটি রুপিতে দলে টেনেছে। আইপিএলে এবারই রেকর্ড মূল্যে দল পেলেন এই বাঁহাতি। তিনি দল পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে। দুই বছর পর ফের দিল্লির জার্সিতে দেখা যাবে মোস্তাফিজকে। ২০২২ এর পর ২০২৩ সালে এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তিনি।
মোস্তাফিজ গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন। সব মিলিয়ে আইপিএলে ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি। কিন্তু এবারের আসরের আগে মেগা নিলামে কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি। প্লেঅফের দৌড়ে থাকা দিল্লি তাকে নিলো মৌসুমের শেষের দিকে। এবারের আসরে তারা ১১ ম্যাচের ৬টিতে জেতায় ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।