ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৬ মার্চ ২০২৫, ০৪:৫৫ পিএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট

বাড়তি যানবাহনের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা বাইপাস মোড় হয়ে ময়না মোড় হাক্কানি মোড়, পাটগুদাম ব্রিজমোড় থেকে শম্ভুগঞ্জের চায়না মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে পিঁপড়ার গতিতে চলছে যানবাহন। এতে ঢাকা থেকে আসা ঈদে ঘরে ফেরা মানুষ চরম বিপাকে পড়েছেন।

গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের তারাকান্দা গ্রামের বাড়িতে আসা বাস যাত্রী চামেলী বলেন, সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে পড়ি। সকাল ৭টায় গাজীপুরে চৌরাস্তা মোড়ে শেরপুরগামী বাসে উঠি। সকাল থেকে বাস ভালোভাবেই চলছিল। ময়মনসিংহের ভালুকার পর থেকেই বিভিন্ন মোড়ে যানজটের সৃষ্টি হয়। ময়মনসিংহে শিকারীকান্দা বাইপাস মোড়ে এসে প্রায় দুই ঘণ্টা যানজটের মধ্যে আটকে আছি। আমার মতো সব যাত্রীর একই অবস্থা।

বাস চালক জামাল বলেন, ঢাকা গাজীপুরের পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের অংশেই যানজট বেশি। বিশ্বাস করে ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা বাইপাস মোড় থেকে সম্মোহন চায়নামোড় পর্যন্ত পাঁচ কিলোমিটারের বেশি জায়গাজুড়ে আজ সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র যানজটের কারণে গাড়ি একেবারেই ধীর গতিতে চালাতে হচ্ছে। গন্তব্য পৌঁছাতে এ কারণে অনেক সময় লেগে যাবে। রমজানে যাত্রীরাও অস্থির হয়ে থাকে।

এদিকে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলছেন, ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে। তবে একসঙ্গে বেশি যানবাহন সড়কে নেমে পড়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।