ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ফের ট্রেজারার হলেন মোশারফ হোসেন
ইউরোপিয়ান ইউনিভার্সিটির অফ বাংলাদেশের ট্রেজারার পদে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. মোশারফ হোসেন সরকার।
মঙ্গলবার (০৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ্ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী জনাব মোঃ মোশারফ হোসেন সরকার, প্রাক্তন ট্রেজারার, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা-কে উক্ত বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তগুলো হল-
ক) ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
খ) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।
গ) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
আরও খবর
জবিতে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ
নোবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন
সোমবার থেকে খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
জাবিতে মধ্যরাতে উচ্চশব্দে গান, বন্ধ করতে বলায় প্রক্টরকে হুমকি