ভূমিকম্প আল্লাহর সতর্ক সংকেত
শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যা বিগত বছরগুলোতে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম।
আমাদের দেশে প্রায় প্রতি বছরই কম-বেশি প্রাকৃতিক দুর্যোগ হানা দেয়। প্রাকৃতিক দুর্যোগ কখনো এমনভাবে ধেয়ে আসে যার ফলে গ্রামের পর গ্রাম তছনছ হয়ে যায়। এসব হচ্ছে যেমন- ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো ইত্যাদি।
প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। এ ধরনের দুর্যোগ মহান আল্লাহতায়ালা যে কোনো দেশে এবং যে কোনো শহরে যে কোনো মুহূর্তে ঘটাতে পারেন। এমন এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের দৃশ্য শুক্রবার আমরা দেখেছি।
এসব প্রাকৃতিক আজাব থেকে যেন খোদা আমাদের নিরাপদ রাখেন এ জন্য সব সময় দোয়া করা উচিত।
প্রাকৃতিক দুর্যোগ আল্লাহপাকের পক্ষ থেকে সতর্ক সংকেত। খোদা সতর্ক করছেন যে, তোমরা সহজ-সরল পথ অবলম্বন কর।
সমাজ ও দেশের বেশিরভাগ মানুষ যখন পাপ, ব্যাভিচার, অন্যায় এবং খোদাকে ভুলে বসে তখনই আল্লাহতায়ালা তার পক্ষ থেকে সতর্ক বার্তা দেন।
পবিত্র কোরআনে আল্লাহপাক বলেন, ‘আর তোমাদের কৃতকর্মের কারণই তোমাদের ওপর বিপদ নেমে আসে। অথচ তিনি অনেক কিছুই উপেক্ষা করে থাকেন’ (সূরা আশশুরা : ৩০)।
‘এমন কোনো জনপদ নেই যা আমি কেয়ামতের আগে ধ্বংস না করব, অথবা অতি কঠোর আজাব দিব’ (সূরা বনি ইসরাইল : ৫৮)। আল্লাহতায়ালার হুশিয়ারি আজ আমরা অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছি। যেসব আজাব আমরা প্রত্যক্ষ করছি, তা কেয়ামত তথা মহাধ্বংসের লক্ষণ হয়ে প্রকাশিত হচ্ছে। আর এসব পবিত্র কোরআন তথা ইসলামের সত্যতার জ্বলন্ত নিদর্শন বহন করছে।
আল্লাহতায়ালা পরম করুণাময়, তিনি কোনো জাতিকে সাবধান না করে কখনো আজাব অবতীর্ণ করেন না।
যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি সতর্ক করার জন্য রসূল প্রেরণ না করে কখনো আজাব অবতীর্ণ করি না’ (বনি ইসরাইল : ১৫)।
তারপর আবার উল্লেখ রয়েছে- ‘নূহের পর আমি কত প্রজন্মকেই ধ্বংস করেছি। আর তোমার প্রভু প্রতিপালক তার বান্দাদের পাপের খবরাখবর রাখার ক্ষেত্রে এবং পর্যবেক্ষণের ব্যাপারে যথেষ্ট’ (সূরা বনি ইসরাইল : ১৭)।
পৃথিবীর এমন কোনো দেশ বা এমন কোনো জাতি নেই যার ওপর আজাব না এসেছে, সে যত বড় শক্তিধর রাষ্ট্রই হোক না কেন। সব ধরনের আজাবের প্রবল আক্রমণ মরণাহত মানবের ওপর বারবার এসে আঘাত হানছে।
মানব প্রকৃতি বিকৃত হয়েছে। তার কারণে আল্লাহর রুদ্ররূপও মাঝে মধ্যে প্রকাশিত হচ্ছে।
মানুষ যেন সতর্ক হয় এবং আল্লাহপাকের শিক্ষানুযায়ী জীবন পরিচালনা করেন। মহান আল্লাহতায়ালা পৃথিবীতে কেন আজাব-গজব পাঠান সে সম্পর্কে পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বর্ণনা করা হয়েছে। একটা বিষয় সবার বোঝা উচিত, কেন বারবার আল্লাহ রাব্বুল আলামিন আজাবের কথা উল্লেখ করলেন?
তিনি যেহেতু রহমানুর রাহিম, তিনি চান না যে, তার বান্দা কোনোভাবে কষ্টে পড়ে যাক। তাই তিনি বারবার সতর্ক করছেন, যেন তার বান্দারা সঠিক পথে পরিচালিত হয়। অথচ আজ আমাদের দ্বারা এমন কোনো পাপ নাই যা হচ্ছে না।
ধর্ম নিয়েও চলছে অনেক বেশি বাড়াবাড়ি, কাফের ফতোয়ার ছড়াছড়ি আবার ব্যবসায় অধিক মুনাফার জন্য অবৈধ যা করা যায় তাই করা হচ্ছে। আমাদের সব পাপের কারণেই আল্লাহপাক বার বার সতর্ক সংকেত দিচ্ছেন, যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি।
আজকের ভূমিকম্পের পরও যদি আমাদের হুঁশ না হয় তাহলে কি আল্লাহ তাঁর বান্দাদের শাস্তি দেবেন না?
তাই সময় থাকতেই আমাদের দোষ-ত্রুটির জন্য পরিপূর্ণভাবে আল্লাহপাকের কাছে তওবা করতে হবে। আল্লাহপাক আমাদের ক্ষমা করুন, আমিন।
লেখক: ইসলামি গবেষক ও কলামিস্ট।
