1. হোম
  2. রাজনীতি

‘হাদিকে হত্যার মাধ্যমে ফ্যাসিবাদ আবার ফিরতে চায়’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম
‘হাদিকে হত্যার মাধ্যমে ফ্যাসিবাদ আবার ফিরতে চায়’
ফাইল ছবি

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম এক যৌথ বিবৃতিতে বলেছেন, হাদিকে হত্যার মাধ্যমে ফ্যাসিবাদ আবার ফিরে আসার চেষ্টা করছে। তরুণ প্রজন্মের বিপ্লবীদের মনোবল ভেঙে দিতেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, শরীফ ওসমান হাদি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে সামনে থেকে লড়াই-সংগ্রাম করেছেন, ছাত্রদের সংগঠিত করেছেন। তিনি ভারতীয় আগ্রাসনের ঘোরতর বিরোধী কণ্ঠস্বর ছিলেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে গণঅভ্যুত্থানের পক্ষের অন্তর্বর্তী সরকারের সময় তাঁর হত্যা মেনে নেওয়া যায় না। তাঁর অবদান বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে।

আরও বলা হয়, ৫ আগস্টের পর অনেকে যখন নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত, তখন ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছেন। ওসমান হাদি কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণায় সময় তাঁর ওপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা করা হলো।

তারা বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে কি না, তা খুঁজে বের করতে হবে। এ হামলার মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে।

হত্যাকারীদের বিচারের পাশাপাশি হাদির পরিবার ও সন্তানের দায়িত্ব গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

তারা বলেন, ভাসানী জনশক্তি পার্টি মনে করে, যুগ যুগ ধরে হাদির আপসহীন বজ্রকণ্ঠ নতুন প্রজন্মের মুক্তিকামী মানুষের পথ দেখাবে।

বিপি/আইএইচ