1. হোম
  2. রাজনীতি

‘হাসিনাকে ফেরত না দিলে দেশের মানুষ রাজপথেই থাকবে’

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
‘হাসিনাকে ফেরত না দিলে দেশের মানুষ রাজপথেই থাকবে’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসিনাকে দেশে ফেরত না দিলে বাংলাদেশের মানুষ রাজপথেই থাকবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার ঘটনায় বাংলামোটর থেকে এনসিপির বিক্ষোভ মিছিল থেকে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, হাসিনাকে দেশে ফেরত না দিলে বাংলাদেশের মানুষ রাজপথেই থাকবে। ভারত হাসিনার রায়কে বাস্তবায়ন করতে বাধা দিলে আমরা তা মেনে নেব না। বাংলাদেশের মানুষ কোনো পরাশক্তির কাছে মাথা নত করে না।

তিনি বলেন, ১৫ বছর ধরে গণতন্ত্র থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানুষকে গত ৫৩ বছর ধরে ভারতের কাছে বর্গা দেয়া হয়েছিল। সেটা পরিবর্তন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা লড়াই করছি।

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে চলমান সহিংসতার ঘটনায় এনসিপি নিন্দা জানাচ্ছে। আমরা সহিংসতার বিপক্ষে।

সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, অহিংস এবং গণতান্ত্রিকভাবে রাজপথে নামুন। অ্যাম্বাসিতে আক্রমণ হলে বহিঃশক্তি এখানে হস্তক্ষেপের সুযোগ পাবে।

বিপি/আইএইচ

ট্যাগ: এনসিপি