‘পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা’
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
পত্রিকা অফিসে হামলা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে বলে মস্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে থেকেই চিহ্নিত জায়গাগুলোতে নিরাপত্তা জোরদার করা উচিত ছিল।
এসব নাশকতা করে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সরকারের সাথে বিএনপি সমন্বয় করছে। সরকার নিরাপত্তার বিষয়ে সরকার সহযোগিতা করছে।
২৫ ডিসেম্বর ৩০০ ফিট এলাকায় বড় পরিসরে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।
বিপি/আইএইচ
আরও খবর
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ
পুরো জাতিকে বিভক্ত করেছে মব সন্ত্রাস: মির্জা ফখরুল
‘হাদিকে হত্যার মাধ্যমে ফ্যাসিবাদ আবার ফিরতে চায়’
‘তারা হারমনিয়াম নিয়ে কাঁদছে, হাদিকে ভিলেন বানানোর পাঁয়তারা করছে’
বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফিং বিকেলে