1. হোম
  2. রাজনীতি

এবার দেশে আসার দিনক্ষণ নিজেই জানালেন তারেক রহমান

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ এএম
এবার দেশে আসার দিনক্ষণ নিজেই জানালেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান দেশে আসছেন চলতি মাসের শেষে সেটি আগেই নিশ্চিত করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে দেশে ফেরার দিনক্ষণ নিজেই জানিয়ে দিলেন তারেক। আগামী ২৫ ডিসেম্বর প্রায় দুই দশক পর বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে বিজয় দিবস উদযাপনের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

অনুষ্ঠানে উপস্থিত দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আজকে এ অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়, এক ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে আপনাদের সাথে বহুদিন ছিলাম ১৭ প্রায় ১৮ বছর আপনাদের সঙ্গে ছিলাম। কিন্তু আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।'

গত ১২ ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। রাত সাড়ে ৯টায় এ বৈঠক শুরু হয়। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি।’

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই আছেন। দলকে সেখান থেকেই তিনি এতোদিন পরিচালনা করছিলেন। 

এক-এগারোর সরকার ও ক্ষামতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তারেকের নামে একশটিরও বেশি মামলা দেয়া হয়। এর ভেতর পাঁচটি মামলায় তার সাজাও হয়েছিল। আওয়ামী সরকারের পতনের পর তার মামলার বিরুদ্ধে রিট করা হয়। সেখানে তার সবকয়টি মামলা খারিজ হয়ে যায়।