Daily Bangla Post
  1. হোম
  2. রাজনীতি

হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় মহিউদ্দিন রনি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় মহিউদ্দিন রনি
হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় মহিউদ্দিন রনি। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দীর্ঘদিন ধরেই নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। প্রায় দেড় মাস ধরে প্রতিদিন ভোরে ফজরের নামাজের পর তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা করতেন।

তবে সন্ত্রাসীদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় তার নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তার পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। তিনি ভোট চাইছেন ওসমান হাদির জন্য।

রোববার (১৪ ডিসেম্বর) হাদির পক্ষে ভোট চাওয়ার ঘোষণা দেওয়ার পর আজ সোমবার সকালে ফজরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করেন রনি। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

প্রচারণার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে রনি লিখেছেন, ফজরের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু করে রমনায় হাদি ভাইয়ের জন্য ভোটারযোগ ও তার সুস্থতার জন্য দোয়া চাইতে গেলাম।

হাদির জন্য বিপুলসংখ্যক মানুষ দোয়া করছেন বলেও জানান তিনি। রনি বলেন, বিশ্বাস করেন ভাই মানুষজন হাদি ভাইয়ের কথা শুনলেই বলে, ‘আমরা হাদির জন্য নামাজেও দোয়া করেছি।’ কত শত মানুষের কাছে যে এই একই কথা শুনেছি।

মানুষের এই ভালোবাসা ও দোয়া দেখে আশাবাদী হয়ে উঠেছেন রনি। তার ভাষায়, সমান হাদি শিগগিরই ফিরে আসবেন। তার কথা, ‘আমার ভেতরে আশার আলো জাগাচ্ছে। এত মানুষের দোয়া আল্লাহ কবুল করুক। ইনশাআল্লাহ ওসমান হাদি ফিরবে।
 
এদিকে, উন্নত চিকিৎসার জন্য হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
 
বিপি/আইএইচ