বিএনপিকে যে হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার ফুয়াদ
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পিএম
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত
বরিশালে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, হাসিনার ফ্যাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই। আপনারা ভাববেন না যে আমরা লেজ গুটায়ে ঢাকায় পালায় যাবো। আমরা সেই নাম নিয়ে রাজনীতি করি না। আপনারা পরিবর্তন হন। তা না হলে গত বছরের কথা মনে রাইখেন কিন্তু।
তিনি বলেন বলেন, গত বছর বাংলাদেশ কিন্তু আওয়ামীময় বাংলাদেশ ছিল। আগস্টের আগের বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল। সারাদেশে মনে হতো সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। তাদের আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। অতএব আমাদের অনুরোধ, দয়া করে শুধু গণতন্ত্রের রাজনীতিটা করেন। শহীদ জিয়ার রাজনীতিটা করেন আল্লাহর ওয়াস্তে। বেগম জিয়ার রাজনীতিটা করেন। সেই রাজনীতি তো আপনারা করতেছেন না, আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতেছেন।
ফুয়াদ আরও বলেন, রোববারের ভিডিও ফুটেজ আছে। কারা কারা উস্কানি দিয়েছে আমরা সবাইকে চিনি, সবার নাম জানি। তাদের বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন। যা যা করা দরকার এর দায় আপনাদের। তা না হলে প্রত্যেকদিন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতার শিকার হবেন।
এক মাঘে শীত যাবে না উল্লেখ করে ফুয়াদ বলেন, আজ আমার দল ছোট। আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে-ইউনিয়নে নাই। আপনারাও কিন্তু ছোট দল ছিলেন। আপনারা বড় দল হয়েও কিন্তু গত ১৬ বছর আওয়ামী লীগরে ফালাইতে পারেন নাই।
ফুয়াদ আরও বলেন, রোববারের ভিডিও ফুটেজ আছে। কারা কারা উস্কানি দিয়েছে আমরা সবাইকে চিনি, সবার নাম জানি। তাদের বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন। যা যা করা দরকার এর দায় আপনাদের। তা না হলে প্রত্যেকদিন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতার শিকার হবেন।
এক মাঘে শীত যাবে না উল্লেখ করে ফুয়াদ বলেন, আজ আমার দল ছোট। আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে-ইউনিয়নে নাই। আপনারাও কিন্তু ছোট দল ছিলেন। আপনারা বড় দল হয়েও কিন্তু গত ১৬ বছর আওয়ামী লীগরে ফালাইতে পারেন নাই।
প্রসঙ্গত, রোববার বরিশালের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ব্রিজ নির্মাণের ঠিকাদারের কাছে বিভিন্নভাবে স্থানীয়রা চাঁদা দাবি করেছেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন ফুয়াদ। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে চাঁদাবাজদের নাম জানতে চায়। তখন দুই গ্রুপে ধাক্কাধাক্কি হয়। এসময় ফুয়াদ তোপের মুখে পড়ে ঘটনাস্থল থেকে চলে যেতে শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিয়ে মিছিল করে এবং পিছু নেয়।
বিপি/ আইএইচ
