যারা তসবিহ নিয়ে ঘোরে, তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
যারা তসবিহ নিয়ে ঘোরে, তারাই ধর্মকে ব্যবহার করে: জামায়াত আমির
ডা. শফিকুর রহমান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসেদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে না এবং ধর্মকে কোনো ব্যবসায় ব্যবহার করে না

তিনি বলেন, নির্বাচনের সময় যারাদেরকে তসবিহ হাতে খুঁজে পাওয়া যায়, তারাই ধর্মকে ব্যবসার কাজে ব্যবহার করে।

ডা. শফিকুর রহমান নির্বাচনের পেছানোর বিষয়ে বলেন, জাতীয় নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে।

তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলবে, কোনো দলকে বাদ দেওয়া হবে না এবং দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ও আইনের শাসন ফিরিয়ে আনা সম্ভব হবে।

 

তিনি আরও বলেন, আমাদের সরকার গঠনের ক্ষেত্রে দুই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণপ্রথম, দুর্নীতি করা বা প্রশ্রয় দেওয়া যাবে না; দ্বিতীয়, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে

খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, সুস্থতা বা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সমাজ ও দেশ তার সুস্থতায় দোয়া করছে, কিন্তু দেশের কাজ থেমে থাকা উচিত নয়

এ সময় তিনি ৮ দেশের রাষ্ট্রদূতদের কাছে জানান, একই দিনে নির্বাচনগণভোট আয়োজনের বিষয়টি শঙ্কার কারণ হতে পারেতাই আলাদা দিনে ভোট নেওয়ার প্রস্তাবও দিয়েছেন

তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান

বিপি/ এএস