টাকা নয়, স্বেচ্ছাসেবক দিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন তাসনিম জারা

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
টাকা নয়, স্বেচ্ছাসেবক দিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন তাসনিম জারা
তাসনিম জারা। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, নির্বাচনী আইনে প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ লাখ টাকা হলেও বাস্তবে অনেকেই কোটি টাকা ব্যয় করেন, অথচ নির্বাচন কমিশনে মাত্র ২৫ লাখ টাকার হিসাব দেখান। তার মতে, সংসদে যাওয়ার পথই অনেকের শুরু হয় আইন ভঙ্গ ও মিথ্যা দিয়ে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

তাসনিম জারা লেখেন, আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি ঢাকা৯ আসনে এনসিপির মনোনয়ন চাইছি এবং প্রতিজ্ঞা করছিআইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও খরচ করব না।

 

তিনি আরও জানান, অনেকে তাকে বলেছেন এত কম বাজেটে নির্বাচন সম্ভব নয়। তবে তিনি বিশ্বাস করেন, স্বচ্ছতা বজায় রেখে, পাওয়া অর্থ ও ব্যয়ের হিসাব নিয়মিত প্রকাশ করে নতুন এক উদাহরণ তৈরি করা সম্ভব।

তার মতে, অর্থ আর পেশীশক্তির বাইরে থেকেও যে নির্বাচন করা যায়, আমরা সেটাই প্রমাণ করব।,

এই লক্ষ্য বাস্তবায়নে তিনি স্বেচ্ছাসেবী টিম গঠনের আহ্বান জানান। ঢাকার খিলগাঁও, সবুজবাগ, মুগদা, মান্ডা এলাকার বাসিন্দা ছাড়াও দেশ-বিদেশের যেকোনো ব্যক্তি তার নির্বাচনী প্রচারণায় যুক্ত হতে পারবেন বলে জানান তাসনিম জারা।

তিনি জানান, বিভিন্নভাবে সহায়তা করা যেতে পারে

গ্রাফিক ডিজাইন

ভিডিও শুট বা এডিট

উঠান বৈঠকের আয়োজন

ফান্ড সংগ্রহ

বাড়ি বাড়ি গিয়ে প্রচারণায় অংশগ্রহণ

এ ছাড়া নিজস্ব দক্ষতা অনুযায়ী ভূমিকা জানানোর সুযোগও থাকবে। এ জন্য মাত্র দুই মিনিটে পূরণযোগ্য একটি অনলাইন ফর্মের কথাও উল্লেখ করেন তিনি।

তাসনিম জারা বলেন, আমি চাই এবারের নির্বাচন হোক জনগণের নির্বাচন। আমরা টিম গড়ব, প্রশিক্ষণ দেব এবং ধাপে ধাপে সবাইকে যুক্ত করব। সততা দিয়ে রাজনীতি করা সম্ভবএটা আমরা একসঙ্গে প্রমাণ করব

তার দাবি, রাজনীতি যদি দুর্নীতি, পেশিশক্তি ও মিথ্যার চক্র ভেঙে মানুষের হাতে ফিরে আসে, তাহলে দেশের সম্ভাবনা অসীম।

বিপি/ এএস