মেডিকেল বোর্ডের ‘সবুজ সংকেত’ পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে কাতারের কর্তৃপক্ষ—এমন তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।
তিনি জানান, মেডিকেল বোর্ডের অনুমতি মিললেই কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে উড়াল দেবে।
এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড যখনই ‘সবুজ সংকেত’ দেবে, তখনই রয়েল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। তারা সম্পূর্ণ প্রস্তুত আছে।’
তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। ‘সমস্ত ব্যবস্থা কাতারের দায়িত্বশীল কর্তৃপক্ষই করছে।’
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে বলেন, ‘জার্মানি থেকে যে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে, সেটি কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়। বিএনপির পক্ষ থেকে আলাদা করে কিছু করতে হচ্ছে না।’
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো আগের মতোই সংকটাপন্ন। তিনি এখনো ফ্লাই করার মত অবস্থায় আসেননি। এ কারণেই তার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে।
গত দুই দিনে করা কয়েকটি মেডিকেল পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। শুধু শুক্রবারই তারা দুই দফা বৈঠক করেন এবং প্রতিদিনই খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন।
উল্লেখ্য, ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমেই তার চিকিৎসা চলছে। এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া ত্বরান্বিত করতে।
বিপি/ এএস
