দেশে পোঁছেছেন জোবাইদা

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
দেশে পোঁছেছেন জোবাইদা
তারেক জিয়ার সহধর্মিণী ড.জোবাইদা রহমান। ছবি- বাংলাপোস্ট

বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে বাংলাদেশে পৌঁছেছেন তারেক জিয়ার সহধর্মিণী ড.জোবাইদা রহমান। 

শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭–এর একটি বিমানে করে সকাল ১০.৪০ এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ফ্লাইটটি নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে অবতরণ করে। সকাল ৯টা ৩৫ মিনিটে ল্যান্ড করার কথা থাকলেও বিমানটি অবশেষে সকাল ১০.৪০এ ল্যান্ড করে।

লন্ডন থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিমান ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে ৭টা ১৮ মিনিটে।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

ফখরুল বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।,

বিপি/ এএস