বিএনপির রাজনীতি নিয়ে শিবির সভাপতির সমালোচনা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতি নির্মূল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানের বিএনপি শহীদ জিয়ার চেতনা ভুলে ফ্যাসিবাদী পথ অনুসরণ করছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার চেষ্টা চালাচ্ছে। ইসলামী ছাত্রশিবির জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। আমরা জীবনবাজি রেখে শহীদদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ ’
ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে ছাত্র ও যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইবরাহীম রনি এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
জাহিদুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। তিনি বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার দেশের জন্য অবদান তুলে ধরেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের যে অপার সম্ভাবনা তৈরি হয়েছে, এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথি ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন এবং অপরাধমুক্ত। এ দেশে আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। নতুন বাংলাদেশ হবে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ।
চাকসু ভিপি ইবরাহীম রনি বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুজন বাংলাদেশি হত্যা করেছে। দেশের বড় রাজনৈতিক দল কোনো বিবৃতি দিতে পারেনি, যা ছাত্রসমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
বিপি/এএস
