‘ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। দিশেহারা, হতাশ, ক্ষুব্ধ হয়ে চোরাগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট হবে, ইনশাআল্লাহ। যেই ৫ আগস্ট সন্ত্রাসকে, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর আমরা দেখেছি। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে। মানুষ বলে, আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ। কোনো ইসলামী দল চাঁদাবাজিতে জড়িত নয়। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে। আগামী নির্বাচনে ছলে-বলে-কৌশলে জিততে চাচ্ছে। এই বাংলাদেশে তা আর হবে না। ভোটের পাহরাদার হিসেবে আমরা লড়ব। জনগণ পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না।
তিনি আরও বলেন, কেউ কেউ ৭২-এর সংবিধান কামড় দিয়ে রাখতে চায়। কেউ যদি এর পক্ষে কথা বলে, সে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবে। যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভালোবাসে, তারা ভুলেও ৭২-এর সংবিধানের কথা বলবেন না। ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছি, তা আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বলে জানান তিনি।
এ ছাড়াও, দাবি উপস্থাপনের পাশাপাশি আগামী নির্বাচনের নানা প্রস্তুতি ও প্রত্যাশার কথা উঠে আসে ৮ দলের নেতাদের বক্তব্যে। একই সঙ্গে, দল-মতের ঊর্ধ্বে উঠে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া-ও করার কথাও জানান তারা।
