গণঅভ্যুত্থানের ফসল নিচ্ছে বিএনপি-জামায়াত: নাহিদ

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
গণঅভ্যুত্থানের ফসল নিচ্ছে বিএনপি-জামায়াত: নাহিদ
নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র ও সাধারণ জনতার মিলিত প্রচেষ্টার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্রনেতারা তখন রাজপথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু অভ্যুত্থানের ‘ফসল’ নিতে এগিয়ে এসেছে বিএনপি ও জামায়াত।

সোমবার (১ ডিসেম্বর) এ কথা তিনি বলেন আরব আমিরাতে কারাবন্দী প্রবাসীদের মুক্তি উপলক্ষে বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে।

নাহিদ বলেন, ‘এনসিপি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কখনও দাবি করিনি যে গণঅভ্যুত্থান আমাদের। কিন্তু শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া বা আহতদের পাশে থাকা কিংবা কারাবন্দী প্রবাসীদের পাশে দাঁড়ানোকে বলা হতো এনসিপির দায়িত্ব।’

সংস্কার নিয়ে তিনি জানান, এনসিপি যে সংস্কার অগ্রযাত্রা শুরু করেছিল, তা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। ‘একটি দল প্রকাশ্যে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আরেকটি গোপনে। ফলে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।’

কারাবন্দী প্রবাসীদের বিষয়ে নাহিদ বলেন, ‘তাদের মুক্তি আরও আগে হওয়া উচিত ছিল। তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত যোদ্ধা। তাদের মর্যাদা নিশ্চিত করা সকলের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘সরকার পতন না হলে তারা কখনও মুক্তি পেত না। ঝুঁকি সত্ত্বেও তারা রাজপথে নেমেছে। তাদের অবদান সারাজীবন মনে রাখব।’

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নাহিদ বলেন, ‘তিনি প্রচণ্ড অসুস্থ। বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য তার অবদান জাতি মনে রাখবে। আশা করি, তিনি আমাদের মধ্যে আরও অনেকদিন বেঁচে থাকবেন।’

বিপি/এস