খালেদা জিয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল ঢাকায়
শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় আজ ভেন্টিলেশনে নেয়া হয় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। এভারকেয়ার হাসপাতালে তার উন্নত চিকিৎসার জন্য পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি প্যানেলকে দেশে আনা হয়েছে।
বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরও অবস্থার উন্নতি না ঘটায় তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে পরিবার। কিন্তু বিদেশে নেয়ার মতো শারিরীক অবস্থা না থাকায় সেটি সম্ভব হয়নি।
মাঝে দিয়ে একদিন ডাক্তারদের সঙ্গে কথা বললেও তখনও তার শারিরীক পরিস্থিতি ছিল আগের মতোই।
এরপর সোমবার (১ ডিসেম্বর) হুট করেই খবর আসে খালেদা জিয়ার অবস্থা মারাত্মক সংকটাপন্ন। যে কারণে ভেন্টিলেটরে রাখা হয়েছে তাকে।
বিদেশ নেয়ার মতো অবস্থা না থাকায় বাধ হয়ে সিদ্ধান্ত নেয়া হয় বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনার। সেই প্রেক্ষিতে সোমবার (১ ডিসেম্বর) বিকেলেই বিদেশ থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম নিয়ে আসা হয় খালেদা জিয়ার চিকিৎসার জন্য।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরেই সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
