আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না: ইশরাক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ নভেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না: ইশরাক
গণসংযোগ ও প্রচারণাকালে বক্তব্য রাখছেন ইশরাক হোসেন।ছবি: সংগৃহীত

আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বলেছেন, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি আনুষ্ঠানিক গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন ইশরাক। এরই অংশ হিসেবে শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, সূত্রাপুর হয়ে ওয়ারীর জয়কালী মন্দির পর্যন্ত চলা গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই তরুণ নেতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলে নির্যাতিত সব দলের নিরাপত্তায় জুলাই সনদসহ প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না।

সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে।

তার ভাষায়, স্বৈরশাসনের সময় যারা এতোগুলো মানুষ হত্যা করেছে, আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখে যেতে পারলে ধন্য হবো।

গণসংযোগকে কেন্দ্র করে এদিন দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন মতিঝিল এলাকায়। ইশরাক হোসেনকে শুভেচ্ছা জানাতে পুরান ঢাকার বাসা-বাড়ির বেলকনি ও জানালায়ও মানুষের ভিড় দেখা যায়। সমর্থকরা এ সময় তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান, কেউ কেউ ফুল দিয়ে বরণ করে নেন ধানের শীষের এই প্রার্থীকে।

মিছিলের কর্মীদের মধ্যেও ছিল উৎসাহ-উদ্দীপনা। জানান, এবার বিপুল ভোটে জয়লাভের প্রত্যাশা করছেন তারা।

ঢাকা-৬ আসনের অধিকাংশ এলাকা পুরান ঢাকার অন্তর্ভুক্ত হওয়ায় সাধারণ মানুষকে বহু সংকটে পড়তে হয়উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনে জয়ী হতে পারলে জনগণের পাশে থেকে সমস্যা সমাধানে এগিয়ে যাবেন