রাস্তায় নামলেই আ.লীগকে ধোলাই দেওয়া হবে: রাশেদ খান
পতিত স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে ১৩ নভেম্বর। এ উপলক্ষ্যে ওইদিনেই লকডাউন ঘোষণা করেছে পলাতক আওয়ামী লীগ। তবে তারা যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে রাজপথে নামলেই তাদের ধোলাই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
রাশেদ খান বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে এ দেশে থেকে মাস্তান তন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা বিপ্লবী। আমরা বিপ্লব প্রতিষ্ঠা করেছি।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভেবেছিলাম ড. ইউনূসের সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবে। কিন্তু তিনি বাংলাদেশকে
আমেরিকা বানানোর কথা বলে আমাদের সঙ্গে প্রতারণা করছেন। ড. ইউনূস ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হয়েছে।
আগামী নির্বাচনের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ গঠিত সংসদ হবে উল্লেখ করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে। আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না।
