সাবের হোসেনের সঙ্গে তিন রাষ্ট্রদূতের বৈঠক


ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান তিন দেশের রাষ্ট্রদূতের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে এ বৈঠকটি হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এ শীর্ষ নেতার সঙ্গে বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তিন রাষ্ট্রদূত কোনো কূটনৈতিক পতাকা বা অফিশিয়াল চিহ্ন ছাড়াই একই গাড়িতে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন। বৈঠক শেষে তারা নজর এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করে স্থান ত্যাগ করেন।
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য খোলাসা করেনি। তবে এই তিন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার। ধারণা করা হচ্ছে, এসব দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক গুরুত্বের বিষয় নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে।
২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাই আত্মগোপনে চলে যান, অনেকে দেশের বাইরে অবস্থান করছেন এবং যারা দেশে আছেন তাদের অনেকেই গ্রেফতার হয়ে জেলে আছেন।
বৈঠকে অংশ নেয়া সাবের হোসেন চৌধুরী নিজেও এই কঠিন পরিস্থিতিতে পড়েছেন। ২০২৪ সালের অক্টোবরে একটি হত্যা মামলাসহ ছয়টি মামলায় তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছিল। অবশ্য, কয়েক দিন পর তিনি জামিনে কারামুক্ত হন।
এই পরিস্থিতিতে একজন ক্ষমতাচ্যুত মন্ত্রীর সঙ্গে তিন পশ্চিমা রাষ্ট্রদূতের এমন অপ্রকাশ্য বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে।