বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম

ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি আগেই চূড়ান্ত হয়েছিল। ১৫ অক্টোবর বাংলাদেশে আসছে তারা। কিন্তু ম্যাচের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগে সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল ১৮, ২০ ও ২৩ অক্টোবর। নতুন সূচিতে দ্বিতীয় ওয়ানডের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০ তারিখের বদলে সেটা অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজে অবশ্য প্রথম ও দ্বিতীয় ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগের সূচিতে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা ২৬ ও ২৮ অক্টোবর। এখন নতুন সূচিতে ম্যাচ দুটি হবে ২৭ ও ২৯ অক্টোবর। সূচির বাকি সব কিছু আগের মতোই রাখা হয়েছে।
একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলো হবে ঢাকার মিরপুর স্টেডিয়ামে। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।