নির্বাচন ও গণভোটের জন্য ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

Bangla Post Desk
বাংলাপোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ এএম
নির্বাচন ও গণভোটের জন্য ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পরিচালনার জন্য দেশের ৬৪ জেলায় ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৬৪ জেলার ডিসিরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাও চারটি আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা-১৩ এবং ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং খুলনা-৩ সংসদীয় আসনে দায়িত্ব পালন করবেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৬৪ জেলার ডিসিরাও দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।