হাদির ওপর হামলা পরিকল্পিত: রিজভী
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষোভ প্রকাশ করেছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিএনপি নেতাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে দায় চাপানোর একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
শনিবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে রিজভী এই মন্তব্য করেন। সমাবেশে হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ করা হয়।
রিজভী বলেন, হামলার মাত্র এক থেকে দুই ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছিল, যেখানে কোনো তদন্ত ছাড়াই বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, এত অল্প সময়ে যদি দোষী নির্ধারণ করা যায়, তাহলে তদন্তের প্রয়োজন কোথায়?
তিনি আরও বলেন, হাদিকে কোনো রাজনৈতিক নেতা বা মির্জা আব্বাস বিরক্ত করেননি; তিনি দেশের শত্রু ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। শুধু ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়াই কি তার অপরাধ?
রুহুল কবির রিজভী বলেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কোনো সিনিয়র নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাংস্টার আখ্যা দেয়ার ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অস্বাভাবিক।
তিনি আরও বলেন, জনগণ ইতিমধ্যেই বুঝে গেছে, প্রশাসনও বুঝে গেছে কারা এই ষড়যন্ত্রের নায়ক। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিপি/ এএস
