এবারের নির্বাচনে কারা প্রার্থী ও ভোটার হতে পারবেন না

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
এবারের নির্বাচনে কারা প্রার্থী ও ভোটার হতে পারবেন না
ছবি- সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও আগ্রহী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। দীর্ঘ সময় পর আওয়ামী লীগ সরকার পতনের পর হওয়া এই নির্বাচন ঘিরে ভোটার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।

তবে সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী, সব নাগরিক এই নির্বাচনে প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না।

প্রার্থী হওয়ার অযোগ্য কারা

সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। তবে এর বাইরে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি কোনো লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি, সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কযুক্ত ব্যক্তি কিংবা সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসর গ্রহণের তিন বছর না পেরোনো ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না।

দুর্নীতির দায়ে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হলে পাঁচ বছর না পার হওয়া পর্যন্ত প্রার্থী হওয়া যাবে না। ঋণখেলাপি, ঋণের জামিনদার কিংবা সরকারি সেবা সংস্থার বিল খেলাপিরাও নির্বাচনে অযোগ্য হবেন।

সংশোধিত আরপিও অনুযায়ী, আদালত ঘোষিত পলাতক বা ফেরারি আসামি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির পদধারীরাও প্রার্থী হতে পারবেন না। এছাড়া সরকারের কোনো পদে থাকা ব্যক্তি স্বপদে থেকে এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না।

কারা ভোট দিতে পারবেন না

ভোটার তালিকা আইন অনুযায়ী, ১৮ বছর বয়সী ও তালিকাভুক্ত নাগরিকরা ভোট দিতে পারবেনএমনকি কারাগারে বন্দিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন

তবে আদালত কর্তৃক মানসিকভাবে অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, দেউলিয়া হয়ে দায়মুক্ত না হওয়া ব্যক্তি, স্বেচ্ছায় বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করা ব্যক্তিরা ভোটাধিকার হারাবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিত হলে ভোটার তালিকা থেকেও নাম বাদ যাবে। ফলে তারা ভোটার ও প্রার্থীদুই ক্ষেত্রেই অযোগ্য হবেন।

দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে

দ্বৈত নাগরিকত্ব থাকা বাংলাদেশিরা ভোটার তালিকাভুক্ত হলে ভোট দিতে পারবেন। তবে সংবিধান অনুযায়ী তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, সংবিধানআইনের এসব বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করা হলে নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

বিপি/ এএস