তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
তারেক রহমানের নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা নেয়া দরকার তা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার (তারেক রহমান) নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেয়ার আমরা তা নেব এবং তার নিরাপত্তা দেব।
এ সময় তিনি বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার ফিরে আসতে পারবেন।
এ সময় তিনি বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমাদের সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার ফিরে আসতে পারবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে। বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বিশেষ গুরুত্ব পেয়েছে।
তিনি জানান, সাম্প্রতিক হামলাগুলো জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ ধরনের হামলা কঠোর হাতে দমন করবে এবং অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
তিনি জানান, সাম্প্রতিক হামলাগুলো জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এ ধরনের হামলা কঠোর হাতে দমন করবে এবং অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিপি/আইএইচ
