কি থাকছে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে?

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
কি থাকছে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে?
এয়ার অ্যাম্বুলেন্স। ছবি: প্রতীকী
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তাকে কাতারের রাজপরিবারের ব্যবহৃত বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে।

এর আগে গত ৭ জানুয়ারিও একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘ দূরত্বে জটিল রোগীর স্থানান্তরের জন্য ব্যবহৃত এয়ারবাস এ৩১৯ মডেলের এই উড়োজাহাজে রয়েছে আধুনিক সব চিকিৎসা সুবিধা।

এ ব্যাপারে এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সটিকে ফ্লাইং ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) হিসেবে বর্ণনা করে বলেন, এই বিমানটি যেকোনো জরুরি অবস্থাতে সর্বাধুনিক চিকিৎসা দেওয়ার মতো প্রযুক্তিতে সজ্জিত, যা ট্রানজিটের সময় রোগীর নিরবচ্ছিন্ন যত্ন নিশ্চিত করে।
 
এয়ারবাসের তথ্য অনুযায়ী, এই উড়োজাহাজে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর রয়েছে। একইসঙ্গে যেকোনো ধরনের প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ সংরক্ষণের জন্য বিশেষ জায়গা রয়েছে উড়োজাহাজটিতে। এই বিশেষ উড়োজাহাজে থাকা চিকিৎসা কর্মীরা নির্বিঘ্ন চলাচলের মাধ্যমে জীবন রক্ষাকারী সেবা দিতে পারেন।
 
প্রথাগত এয়ার অ্যাম্বুলেন্সের তুলনায় এ৩১৯ এর কেবিন আরও বড় এবং সুশৃঙ্খল। এতে কাস্টমাইজড স্ট্রেচার, রোগীর জন্য ব্যক্তিগত জোন এবং পরিবার বা বিশেষজ্ঞদের জন্য পৃথক আসনের ব্যবস্থা রয়েছে। কাতারের রয়্যাল মেডিক্যাল ইউনিটের চারজন চিকিৎসক ও প্যারামেডিক সমন্বয়ে গঠিত বিশেষ দল এই এয়ার অ্যাম্বুলেন্স পরিচালনা করেন। কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে ট্রমা—যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা দক্ষ।

এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত ক্লাইমেট কন্ট্রোল এবং শব্দনিরোধক ব্যবস্থা থাকায় যাত্রাপথে রোগীর আরাম নিশ্চিত হয়। চাপযুক্ত কেবিন রোগীর জন্য আদর্শ অক্সিজেন মাত্রা বজায় রাখে, যা বিশেষ করে শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য অত্যন্ত জরুরি। চিকিৎসকেরা আকাশপথেই বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

এয়ারবাস জানায়, উন্নত এভিয়েশন প্রযুক্তি ও চিকিৎসা সক্ষমতার সমন্বয়ে এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স এয়ার মেডিকেল সার্ভিসে নতুন মানদণ্ড তৈরি করেছে। দীর্ঘ দূরত্বে উড়তে সক্ষম হওয়ায় এক মহাদেশ থেকে আরেক মহাদেশে রোগী পরিবহণে অত্যন্ত কার্যকর। ছোট রানওয়ে ও দুর্গম এলাকাতেও অবতরণ করতে পারে এই উড়োজাহাজ।
 
বিপি/আইএইচ