তারেক রহমান বিশেষ নিরাপত্তা পাবেন কিনা, জানালেন উপদেষ্টা
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা শুধু তার জন্যই প্রযোজ্য হবে। এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর থেকেই তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত রয়েছে। গত মঙ্গলবার এ বিষয়ে গেজেট প্রকাশ হওয়ায় আলোচনা শুরু হয়— লন্ডনে অবস্থানরত তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ নিরাপত্তা পাবেন?
এ বিষয়ে প্রশ্ন করা হলে রিজওয়ানা বলেন, ‘সে (গেজেট) অনুযায়ী খালেদা জিয়া সুযোগ সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।’
এদিকে, বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কাতারের আমিরের উদ্যোগে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি খালেদা জিয়ার পরিবার চাইলে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি এবং সহযোগিতা সরকারের রয়েছে। সরকারের পক্ষ থেকে আরও সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করা হয়েছে।
বিপি/আইএইচ
